যে কারণে ইভ্যালিতে বিনিয়োগে করবে না যমুনা গ্রুপ

যে কারণে ইভ্যালিতে বিনিয়োগে করবে না যমুনা গ্রুপ

অনলাইন ডেস্ক

বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিতে কোনও বিনিয়োগ করবে না দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ যমুনা গ্রুপ। বাজারে ইভ্যালির রেপুটেশন ভালো না থাকায়  প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যমুনা গ্রুপ। যমুনা গ্রুপের ইভ্যালিতে  বিনিয়োগ না করার বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা গ্রুপের প‌রিচালক মনিকা ইসলাম। তিনি বলেন, যমুনা গ্রুপ নিজেরাই ই-কমার্স কোম্পানি করবে।

জানা গেছে, একটি পক্ষ যমুনা গ্রুপকে ভুল বুঝিয়ে এক হাজার কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করেছিল।

এদিকে ইভ্যালির কাছে ২ লাখেরও বেশি গ্রাহকের ৩১১ কোটি টাকা পাওনা রয়েছে জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল দাবি করেছেন, ভোক্তাদের সাথে একটি আস্থার জায়গাও বজায় আছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে বুধবার ডাব্লিউটিও সেলের মহাপরিচালক-১ এর কাছে লিখিত প্রতিবেদনে রাসেল বলেছেন, গত ১৫ জুলাই পর্যন্ত ইভ্যালির কাছে গ্রাহকদের মোট পাওনা ৩১০,৯৯,১৭,৮০২ টাকা। মোট ২,০৭,৭৪১ জন গ্রাহকের কাছে কোম্পানিটির এই পরিমাণ দায় সৃষ্টি হয়েছে।

news24bd.tv/আলী