জোড়া আত্মঘাতী বিস্ফোরণ : মার্কিন সেনাসহ নিহত ৬০

জোড়া আত্মঘাতী বিস্ফোরণ : মার্কিন সেনাসহ নিহত ৬০

অনলাইন ডেস্ক

পশ্চিমা কয়েকটি দেশের জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশের কয়েক ঘণ্টা যেতে না যেতে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে জোড়া আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবারের এই বিস্ফোরণে এখন পর্যন্ত মার্কিন সেনাসহ ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

আল-জাজিরার প্রতিনিধি আলী লতিফ তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে জানান, বিস্ফোরণে এখন পর্যন্ত ৫২ জন আহত হয়েছেন। কাবুলের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র ইমারজেন্সি হাসপাতাল জানিয়েছে, ৯০ মিনিটের মধ্যে তারা আহত অবস্থায় ৬০ জনকে পেয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ এক টুইটে জানায়, আহত ৬০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলার স্থানে ‘লাশের স্তূপ’ দেখা গেছে বলে জানিয়েছেন বিবিসির সাংবাদিক সেকান্দার কেরমানি।

তিনি বলেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে লাশের স্তূপ দেখা গেছে। তাই ওই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলায় শিশু ও বিদেশি নাগরিকসহ ৬৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

এদিকে কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তালেবান।  

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদিন টুইটারে বলেছেন,  কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় ইসলামি আমিরাত তীব্র নিন্দা জানাচ্ছে।   কাবুল বিমানবন্দরে মার্কিন সেনারা ওই ‘আত্মঘাতী’ হামলার স্থানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন  বলে টুইটারে জানিয়েছেন তিনি।

ইতোমধ্যে বিস্ফোরণের পর ঘটনাস্থলের ভীতিকর পরিস্থিতি বিবরণ সামনে আসছে।

news24bd.tv/আলী