আফগানিস্তানের পাশের দেশগুলোতে অস্ত্র কেনার হিড়িক!

আফগানিস্তানের পাশের দেশগুলোতে অস্ত্র কেনার হিড়িক!

অনলাইন ডেস্ক

তালেবানরা আফগানিস্তানের দখলে নেওয়ার পর থেকেই দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলে বেড়েছে উত্তেজনা। এদিকে কাবুল বিমানবন্দরে গতকালের হামলার ঘটনার পর নড়েচড়ে বসেছে বিশ্ব।

গত ১৫ আগস্ট তালেবানের দ্বিতীয় দফা ক্ষমতা দখলের পর প্রতিবেশি দেশগুলোতে অন্ত্র কেনার হিড়িক পড়েছে। এরইমধ্যে আফগান প্রতিবেশি কয়েকটি দেশ অস্ত্র ও হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছে রাশিয়ার কাছে।

রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্টের প্রধান আলেকজান্ডার মিখিভ ২৬ আগস্ট এক সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন।

এসময় তিনি বলেন, আমরা রাশিয়ান হেলিকপ্টার, আগ্নেয়াস্ত্র আর সীমান্ত নিরাপত্তা জোরদার করার আধুনিক বিভিন্ন সরঞ্জামের প্রচুর অর্ডার পেয়েছি।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলো নিজেদের নিরাপত্তা জোরদার করার জন্যই অস্ত্রের মজুদ বাড়াচ্ছে।

আরও পড়ুন


হামিদ কারজাই ও আব্দুল্লাহকে গৃহবন্দি করা হয়েছে

হামলার খবরে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক স্থগিত করে বাইডেন

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা আরও বাড়লো

কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা: ১৩ মার্কিন সেনা নিহত


তবে রাশিয়া অবশ্য তালেবানের ক্ষমতা দখলকে ইতিবাচক হিসেবেই দেখছে।

যদিও শরণার্থীর ছদ্মবেশে পার্শ্ববর্তী দেশগুলোতে জঙ্গির অনুপ্রবেশ ঘটতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া।

এদিকে, চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানের সীমান্তের কাছে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া করেছে উজবেকিস্তান এবং তাজিকিস্তান।

এছাড়া মস্কো নেতৃত্বাধীন সামরিক জোট সম্মিলিত নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) সদস্যদের নিয়ে আগামী ৭ থেকে ৯ নভেম্বর তিনদিন কিরগিজস্তানে সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

news24bd.tv এসএম