মেয়র সাদিক আবদুল্লাহ’কে নাগরিক সমাজের আহ্বান
অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে

মেয়র সাদিক আবদুল্লাহ’কে নাগরিক সমাজের আহ্বান

Other

অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’কে অনুরোধ জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। এর জবাবে সকলের সহযোগীতা কামনা করেছেন মেয়র সাদিক আবদুল্লাহ। বৃহস্পতিবার রাতে বরিশালের নাগরিক সমাজের উদ্যোগে এই জুম আলোচনা অনুষ্ঠিত হয়।  

সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া জুম সভা চলে প্রায় ৩ ঘন্টা।

সভায় বক্তারা বলেন, চলার পথে নানান ঘটনা ঘটতেই পারে। তবে যে দক্ষতা দিয়ে বিষয়টি মোকাবেলা করতে হবে।  

বক্তারা আরও বলেন, বরিশালে চাঁদাবাজী, টেন্ডারবাজী, অবৈধ দখল এই মুহূর্তে দৃশ্যমান নয়। জনসাধারণ তুলানামূলক অনেক ভালো আছে।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ রাতের আঁধারে নগর-পরিস্কার-পরিচ্ছন্ন করে। নগরভবনে সেবা নিতে গিয়ে আগের মতো ঘুঘ বা বখশিস দিতে হচ্ছে না। নগরীতে রাস্তাঘাটগুলোও টেকসই মানে নির্মান করা হয়েছে। স্বল্প সময়ে ভবনের অনুমোদিত নকশা পাচ্ছে নগরবাসী। ইমামদের জন্য নগরীতে ইমাম ভবন নির্মান করা হচ্ছে। দেয়া হচ্ছে মাসিক ভাতা।

বক্তারা সিটি মেয়রকে আরও বিচক্ষনতার সাথে নগরবাসীর নেতৃত্ব দেয়ার পাশাপাশি উন্নয়নে মনোযোগ দেয়ার অনুরোধ করেন। তারা বরিশাল নদী বন্দর সহ কীর্তনখোলা নদীর বিভিন্ন ঘাটে এবং বাজারগুলোতে অতিরিক্ত মাত্রায় টোল আদায়ের সমালোচনা করে এর প্রতিকার দাবি করেন মেয়রের কাছে। চলমান ধারা অব্যাহত থাকলে আগামী দিনে বরিশাল নগরী ছাড়িয়ে সাদিক আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের নেতা হবেন বলেও প্রত্যাশা কনে আলোচকরা।  

সাংবাদিক ইউনিয়ন বরিশাল ও উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় জুম আলোচনায় কেন্দ্র বিন্দু ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কামাল, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্বাস উদ্দিন, মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শামছুল আলম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, ইলেক্টনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (বিইমজা) সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সাংবাদিক রাহাত খান, সাংবাদিক অপূর্ব অপু, বিসিক শিল্প মালিক সমিতির আহ্বায়ক ওয়ালি মো. খান শাওন, স্থপতি মিলন মন্ডল, রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন এবং বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।  

NEWS24.TV / কামরুল