ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু

Other

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৩ জন। এ জেলায় মৃত্যু ও আক্রান্ত অনেকটাই কমে গেছে। তবে সুস্থতার হার বেড়েছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় একজন মারা গেছে।  

এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃত্যুর সংখ্যা ২৫৫ জনে দাঁড়াল। এদের মধ্যে সববেশি মৃত্যু হয়েছে সদরে ২০৪, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৯, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৭ ও মহেশপুরে ৭ জন।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৮৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২৩ জনের পজেটিভ এসেছে।

আক্রান্তের হার ২৭ দশমিক ৩৮ ভাগ।  

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯১৮ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনার সাথে লড়াই করে জেলায় মোট সুস্থ হয়েছে ৭ হাজার ২২৩ জন।

ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ১৩ ও আইসোলেশনে ৮জন রয়েছে এবং ৬টি উপজেলায় মোট ভর্তি ৩৫জন।  

NEWS24.TV / কামরুল