মিরপুর ঘুরে গেলো স্বপ্নের মেট্রোরেল

অনলাইন ডেস্ক

প্রথমবারের মত ভায়াডাক্টের ওপর মেট্রোরেল চলতে দেখলো ঢাকাবাসী। এখনও পারফর্মেন্স টেস্ট শুরু হয়নি মেট্রোরেলের। তার অগে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোরেল ভায়াডাক্টের উপরে চলাচল করেছে।   

শুক্রবার সকালে উত্তরা দিয়াবাড়ী ডিপো থেকে মেট্রো রেল চলেছে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত।

এই চারটে স্টেশনকে ঘিরে মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট হতে পারে। সে জন্য সব ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্যই এভাবে ভায়াডাক্টের ওপর চলছে মেট্রোরেল।   

আরও পড়ুন:


গুলশানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন তারকাসহ আহত ৫, দু’জন আইসিইউতে

জুমার খুতবার ফজিলত

মাসুদের সঙ্গে তালেবানের সমঝোতা


প্রথমবারের মতো এভাবে মেট্রোরেল চলতে দেখে খুশি ধাকাবাশি বিশেষ করে মিরপুরে মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে,  মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট শুরু হওয়ার সম্ভাব্য সময় আগামী রবিবার।

সেদিন আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল এর পারফর্মেন্স টেস্ট শুরু হওয়ার কথা।

news24bd.tv নাজিম