বোনকে বের করে দিয়েছে 'জঙ্গি আবদুল্লাহ'
দারুস সালামে বাড়ি ঘিরে অভিযান

বোনকে বের করে দিয়েছে 'জঙ্গি আবদুল্লাহ'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রাজধানীর দারুস সালামে একটি বাড়ি ঘিরে ফেলার পর ভেতরে থাকা বোনকে বাইরে বের করে দিয়েছেন জঙ্গি আবদুল্লাহ। তার বোনকে আটক করে হেফাজতে নিয়েছে র‌্যাব।

জানা গেছে, আবদুল্লার বোন ঈদ উপলক্ষে ওই বাসায় ঘুরতে এসেছেন। অভিযানের বিষয়টি টের পেয়েই বোনকে বের করে দেন আবদুল্লাহ।

পরে ওই বোনের মোবাইল ফোন দিয়েই র‌্যাব আবদুল্লার সাথে যোগাযোগ করে। যদিও আত্মসমর্পণের ব্যাপারে এখনো কোনো সাড়া মেলেনি।

আবদুল্লাহর বোনের বরাত দিয়ে র‌্যাব আরও জানিয়েছে, বাসার ভেতরে আবদুল্লার দুই স্ত্রী ও দুই সন্তানসহ সাতজন অবস্থান করছেন। আবদুল্লাহর বোনকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিরপুরের মাজার রোডের ভাঙা ওয়ালের গলির ২/৩-বি নম্বর বাসায় এক জঙ্গি অবস্থান করছে সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, ছয়তলা ওই বাড়ির পাঁচতলায় আবদুল্লাহ নামে এক জেএমবি নেতা সপরিবারে অবস্থান করছেন। তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।

এর আগে টাঙ্গাইলের এলেঙ্গায় মরসুন্দি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যকে আটক করে র‌্যাব। সোমবার রাতের ওই অভিযানে আটক হওয়ার পর তাকে তাদের কাছ থেকে মিরপুরের এই জঙ্গির অবস্থানের কথা জানতে র‌্যাব। সোমবার রাত ১২টা থেকে র‌্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে।

সম্পর্কিত খবর