দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধবিহার খুলে দেওয়া হলো

Other

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধবিহার নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার । শর্তসাপেক্ষে গেল ১৯ আগস্ট থেকে এ পর্যটন কেন্দ্র সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে । প্রতিদিনই এখানে দূর-দূরান্ত থেকে আসছেন পর্যটকরা। তবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি ।

এ অবস্থায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকে।

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার খুলে দেওয়ার পর থেকেই আসছেন পর্যটকরা । তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বার বার বলা হলেও তা মানছেন না পর্যটকরা । মাস্ক না পরার জন্য দিচ্ছেন নানা অজুহাতও ।

এদিকে প্রায় ৫ মাস পর পর্যটক আসায় বিভিন্ন কুটির শিল্পের পন্য বেচাকিনি ভাল হওয়ায় খুশী ক্ষুদ্র ব্যবসায়ীরা  ।

সংশ্লিস্টরা বলছেন শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই দশনার্থীদের ভিতরে প্রবেশ করানো হচ্ছে  । তবে প্রবেশের পর স্বাস্থ্যবিধি মানতে উদাসীন অনেকেই ।

 ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

আরও পড়ুন: 


পুরুষের স্পার্ম দ্বারা গর্ভধারণ না করাটাই এখন আধুনিকতা: তসলিমা নাসরিন

সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত


news24bd.tv তৌহিদ