মেরুদণ্ডের তীব্র ব্যথায় গৃহবধূর আত্মহত্যা

মেরুদণ্ডের তীব্র ব্যথায় গৃহবধূর আত্মহত্যা

Other

নাটোরের বড়াইগ্রামে রোগ যন্ত্রণা সইতে না পেরে রাণী খাতুন (২২) নামে এক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের শ্রীখন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাণী বেগম শ্রীখন্ডি গ্রামের আলমগীর খাঁর মেয়ে এবং মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।

জোয়াড়ী ইউপি’র ওয়ার্ড সদস্য খন্দকার ওয়ালিউল ইসলাম শিলু জানান, রাণী খাতুন দীর্ঘদিন যাবৎ মেরুদন্ডে আঘাতজনিত অসুস্থতায় ভুগছিলেন।

এতে তার মেরুদণ্ডে তীব্র ব্যথা হতো। বিয়ের আগে এবং পরে বিভিন্ন স্থানে চিকিৎসা করেও তিনি সুস্থ হননি। সম্প্রতি অসুস্থতার পরিমাণ বেড়ে গেলে পুনরায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বামীকে বলেন। এরই মধ্যে স্বামী রাণীকে তার বাবার বাড়িতে রেখে আসেন।
এতে ক্ষোভে অভিমানে শুক্রবার দুপুরে রাণী সবার অগোচরে শোবার ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, নিহতের স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়াই তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 


পুরুষের স্পার্ম দ্বারা গর্ভধারণ না করাটাই এখন আধুনিকতা: তসলিমা নাসরিন

সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর