শুরু হয়েছে টাইগারদের মাঠের অনুশীলন

Other

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে টাইগারদের মাঠের অনুশীলন। এদিন, অনুশীলন শুরু করেছে সফরকারী নিউজিল্যান্ড। তিন ডিপার্টমেন্টে টাইগাররা তিন ঘণ্টার অনুশীলন সেশনে ঘাম ঝড়িয়েছেন। তবে কোয়ারেন্টাইনে থাকায় এদিন অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান।

 

তিন দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে মাঠের অনুশীলনে মুশফিকরা। কয়েকধাপে হওয়া ফিল্ডিং অনুশীলন শেষে নেটে ঘণ্টা দেড়েকের সেশন।

পেসার, স্পিনারদের নিয়ে হয়েছে আলাদা কাজ। ডোমিঙ্গোর ছাত্ররা এদিন নিজেদের প্রথম দিনের অনুশীলনে ছিলেন টি-টোয়েন্টির মেজাজে।

অজিদের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজের পর হোম কন্ডিশনে কিউই বধের সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে। প্রথম দিনে কোয়ারেন্টাইন বাধ্যবাধকতায় অনুশীলনে অনুপস্থিত সাকিব আল হাসান। শনিবার অনুশীলনে যোগ দেয়ার কথা আছে তার।

এদিকে, প্রথম দিনের অনুশীলনে কিউই দলটা ছিলো বেশ ফুরফুরে মেজাজে। কোভিডের চোখ রাঙ্গানিকে পাশ কাটিয়ে দুর্দান্ত এক সিরিজের অপেক্ষায় সফরকারিরা। অপেক্ষাকৃত তরুণ ও উদীয়মান দল নিয়ে এ যাত্রায় বাংলাদেশ থেকে ভালো কিছু নিয়ে দেশে ফেরার লক্ষ্য। তবে এখান কন্ডিশন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং সফরকারীদের জন্য।

বাংলাদেশের কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও আমরা ভালো কিছু করতে মুখিয়ে আছি। অপেক্ষাকৃত তরুণ স্কোয়াডে জায়গা পাওয়া সবাই বেশ প্রতীভাবান। এটি সত্য, নিজেদের কন্ডিশনে বাংলাদেশ বেশ ভালো দল। যার প্রমাণ সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তারা প্রমাণ করেছে। তবে আমরা আমাদের সেরাটা দিয়েই খেলবো ।

news24bd.tv/আলী