১২৪ যাত্রী নিয়ে নাগপুরে জরুরি অবতরণ বাংলাদেশ বিমানের

অনলাইন ডেস্ক

মাস্কাট থেকে ঢাকা ফেরার সময় হঠাৎ করে পাইলট অসুস্থ হয়ে পড়ায় ১২৪ জন যাত্রী নিয়ে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইট। শুক্রবার স্থানীয় সময়সকাল ১১ টার দিকে ফ্লাইটটি মহারাষ্ট্রের নাগপুরে ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়, বিজি ০২২ ওই ফ্লাইট টি নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। তাঁর মাইনর হার্ট এটাক হয়েছে বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক।

অসুস্থ নওশাদকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তির পর তার অবস্থা এখন ভালো আছে বলে জানিয়েছে বিমান।

আরও পড়ুন:


গুলশানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন তারকাসহ আহত ৫, দু’জন আইসিইউতে

জুমার খুতবার ফজিলত

মাসুদের সঙ্গে তালেবানের সমঝোতা


 

এক প্রেস রিলিজে সংস্থাটি আরো জানায়, ওই ফ্লাইটের যাত্রীদের ঢাকা ফিরিয়ে আনতে আট সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুর পাঠানো হচ্ছে। সেখান থেকে রাতেই ফ্লাইটটি ঢাকা ফিরবে বলেও প্রত্যাশা করছে বিমান কর্তৃপক্ষ।

news24bd.tv/আলী