তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা তালেবানের

তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা তালেবানের

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে তালেবান। এই সরকারে আফগানিস্তানের সব ধরনের নৃ-গোষ্ঠী এবং উপজাতির নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।

গতকাল শুক্রবার একটি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। এজন্য অন্তত এক ডজন ব্যক্তির নাম বিবেচনা করা হচ্ছে।

তবে এই সরকার কতদিন স্থায়ী হবে সে সম্পর্কে কিছু বলেনি সূত্রগুলো।

নাম প্রকাশ না করার শর্তে এসব সূত্র আরো জানিয়েছে, সরকার গঠন করার জন্য এবং মন্ত্রী নিয়োগ বিশেষ করে বিচার বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ এবং তথ্য বিষয়ক মন্ত্রী নিয়োগের ব্যাপারে শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন


হঠাৎ অভিনয় থেকে উধাও হওয়ার কারণ জানালেন সারিকা

কাবুল বিমানবন্দরের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি: এরদোগান

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ৮ জনের মৃত্যু

লন্ডনে গিয়ে আহত প্রিয়াঙ্কা চোপড়া


সূত্রগুলো জানিয়েছে, সরকারে নতুন নতুন মুখ আনার চেষ্টা করছেন তালেবান নেতারা। এরমধ্যে তাজিক এবং উজবেক জাতিগোষ্ঠীর নেতাদের সন্তানরাও থাকবেন।

গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। কিন্তু এখন পর্যন্ত দেশ পরিচালনার জন্য আনুষ্ঠানিক কোনো সরকার গঠন করতে পারে নি। সূত্র: পার্সটুডে।

news24bd.tv এসএম