ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬

অনলাইন ডেস্ক

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ জন। এ জেলায় মৃত্যু ও আক্রান্ত অনেকটাই কমে গেছে। সুস্থতার হার বেড়েছে।

শনিবার (২৮ আগস্ট) সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৩ জন মারা গেছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃত্যুর সংখ্যা ২৫৮ জনে দাঁড়ালো। এদের মধ্যে সববেশি মৃত্যু হয়েছে সদরে ২০৭, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৯, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৭ ও মহেশপুরে ৭ জন।

আরও পড়ুন


এবার পরীমণি ইস্যুতে শিল্পী সমিতিকে একহাত নিলেন আলমগীর

তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা তালেবানের

হঠাৎ অভিনয় থেকে উধাও হওয়ার কারণ জানালেন সারিকা

কাবুল বিমানবন্দরের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি: এরদোগান


আজ শনিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৩৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৬ জনের পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৪১ দশমিক ০২ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮,৯৩৪ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনার সাথে লড়াই করে ২০২ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছে ৭৪২৫জন।

ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরো জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ১২ ও আইসোলেশনে ১৩ জন রয়েছে। উপজেলাগুলিতে মোট ভর্তি ২১ জন। তবে আজ শনিবার নতুন করে করোনায় আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি হয়নি।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক