নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারে নেমে পানির নিচে ‘আটকে গেল’ ডুবুরি

নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারে নেমে পানির নিচে ‘আটকে গেল’ ডুবুরি

Other

দিনাজপুরের বিরল উপজেলার ঢেপা নদীতে নিখোঁজ এক যুবককে উদ্ধার করতে গিয়ে আব্দুল মতিন (৩৮) নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক সদস্যের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে নয়টায় দিনাজপুরের বিরল উপজেলার ভদ্রবাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুরে ঢেপা নদীতে কান্তজী বিগ্রহের নৌবিহার দেখতে এসে নদীতে নামে কাহারোল উপজেলার পুর্ব সুলতানপুর গ্রামের বিনয় দেবশর্মার ছেলে সুজন বাবু দেবশর্মা। এসময় সে নদীতে
নেমে গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।

বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিস রংপুর থেকে ডুবুরি দল উদ্ধার কাজে আসে।

আজ শনিবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করলে পানির নীচে আটকা পড়ে ডুবুরী দলের সদস্য আব্দুল মতিন। এরপর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর
রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডা. চিকিৎসক মূর্তজা রহমান তাকে মৃত ঘোষণা করেন।  

চিকিৎসক ডা. মূর্তজা রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনজিল হক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ সুজন দেবশর্মাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর