আবারও কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিশাল আকারের একটি মৃত তিমি। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যার পরে শামলাপুর সৈকতে তিমির মৃতদেহটি জেলেদের চোখে পড়ে। সন্ধ্যায় খবর পেয়ে উৎসুক জনতা সাগরপাড়ে ভীড় করে।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে সৈকতে মৃত তিমি পড়ে থাকতে দেখে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন এক পরিবেশকর্মী।
শামলাপুর নৌকা মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'জেলেরা মৃত তিমিটা দেখার পর আমাকে জানায়। ধারণা করা হচ্ছে সপ্তাহ-দুয়েক আগে তিমিটি মারা গিয়েছে, ভাটার সময় মৃতদেহ বালিয়াড়িতে ভেসে এসেছে। ’
সেভ দ্য নেচার অব বাংলাদেশের টেকনাফ উপজেলা সভাপতি জালাল উদ্দিন চৌধুরী বলেন, 'শুক্রবার বিকালের দিকে মৃত তিমির দেহ সৈকতের বালিয়াড়িতে ভেসে আসে। কিন্তু যে জায়গায় উঠেছে সেখানে মানুষের সমাগম কম বলে প্রথমে কারো নজরে আসেনি। অবশেষে সন্ধ্যার পরপরই জেলেরা নৌকার ঘাটে এলে তিমির মৃত দেহ দেখতে পায়। ’
আরও পড়ুন
স্প্যানিশ লা লিগায় খেলবেন বাংলাদেশের জিদান
মাটির নিচে সাড়ে ৫ হাজার বছর আগের বাড়ির সন্ধান
আকর্ষনীয় বেতনে অ্যাকশনএইডে চাকরির সুযোগ
নুসরাতের মা হওয়ার খবরে যা বললেন শ্রীলেখা
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী বলেন, মৃত তিমিটি ৩০ দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ। কয়েকদিন আগে এটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মৃত তিমির দেহের কিছু অংশ সংগ্রহ করা হয়েছে। যা পরীক্ষা-নিরীক্ষা কাজের ব্যবহার করা হবে।
এর আগে গত এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি ও ইনানি পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে এসেছিল। পরে তা মাটিতে পুঁতে ফেলা হয়।
news24bd.tv এসএম