নরসিংদীতে করোনা রোগীদের বিনামূল্যে সেবা দেওয়ার জন্য সেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের নরসিংদী’কে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে স্মার্ট লুঙ্গি। আজ দুপুরে স্মার্ট লুঙ্গির কার্যালয়ে নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু প্রধান অতিথি থেকে ৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্মার্ট লঙ্গি ও স্মার্ট সাইজিং এর চেয়ারম্যন মো. জামাল হোসেন সহ সেচ্ছাসেবী সংগঠন প্রাণের নরসিংদী’র সকল সদস্যরা।
স্মার্র্ট লুঙ্গির চেয়ারম্যান মো. জামাল হোসেন বলেন, করোনার এই সময়ে প্রাণের নরসিংদী সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে।
পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে প্রাণের নরসিংদী। এটি একটি মহৎ উদ্যোগ। আর এই অক্সিজেন সেবা বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট লুঙ্গি ৫ টি সিলিন্ডার উপহার দেওয়ায় স্মার্ট লুঙ্গি সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌর মেয়র।
আরও পড়ুন:
নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারে নেমে পানির নিচে ‘আটকে গেল’ ডুবুরি
জিয়ার জানাজায় বহু মানুষ ছিল, কফিনে লাশ ছিল না
news24bd.tv তৌহিদ