প্রেমের টানে সীমান্ত পার, প্রেমিকাকে পাঠানো হলো ভারতে

প্রেমের টানে সীমান্ত পার, প্রেমিকাকে পাঠানো হলো ভারতে

অনলাইন ডেস্ক

ভালোবাসার সম্পর্কের সূত্র ধরে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ভারতীয় তরুণীকে ফেরত পাঠিয়েছে বিজিবি। এ ঘটনায় আটক প্রেমিক সৌরভসহ ৭ বাংলাদেশিকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৪৯ বিজিবি যশোরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ। গতকাল শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে প্রিয়া কর্মকার (১৯) নামের ওই তরুণীকে ভারতে ফেরত পাঠানো হয়।

ঘটনায় জড়িত আটকরা হলো- যশোরের শার্শা উপজেলার কানাইনগর গ্রামের শংকর সরকারের ছেলে সৌরভ সরকার (২৫), একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ হোসেন (২২), ঝিকরগাছার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হাসেম আলীর ছেলে সুজন (২০), রফিকুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (১৮), একই গ্রামের নোমান হোসেন (২৭), তাদের বহনকারী ইজিবাইকচালক একরামুল (২০), চৌগাছার গদাধরপুর গ্রামের মৃত আজম আলীর ছেলে আশ্রয়দাতা আখের আলী (৫৫)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে চৌগাছা সীমান্তের হিজলী বিওপির টহল দল গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় নাগরিকসহ পাচারকারী দলের সদস্যদের আটক করে। ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকার (১৯) উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার টেংরাইল গ্রামের বাসিন্দা।


আরও পড়ুন:

নানা কৌশলে এটিএম বুথে টাকা চুরি

পেরুতে বাস খাদে : নিহত ১৬

লন্ডনে গিয়ে আহত প্রিয়াঙ্কা চোপড়া

চাঁদার টাকা না দেয়ায় লক্ষীপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা


স্থানীয় সূত্র জানা যায়, ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকারের প্রেমিক সৌরভ সরকারকে (২৫) থানায় সোপর্দ করেছে বিজিবি।

প্রেমের সম্পর্কের সূত্র ধরেই ওই তরুণী সীমান্ত পার হয়েছিলেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, আটকদের বিরুদ্ধে অবৈধপথে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। আজ শনিবার তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত