প্রখ্যাত সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন। আজ দুপুর ১টার দিকে রাজধানীর বাসাবোর বাসায় মারা যান তিনি।
তার এই মৃত্যুতে শোক প্রকাশ করে তর্ক বাংলা ডট কম-এর সম্পাদক সাখাওয়াত টিপু নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
নিউজ টোয়েন্টিফোর বিডি ডট টিভির পাঠকদের জন্য সেটি হুবহু তুলে ধরা হলো:-
তিনি লিখেছেন, বিষাদগ্রস্ত সংবাদ দেখলাম, লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন।
বিশেষত আশি ও নব্বই দশকের একটা জেনারেশনকে তিনি নামে-ছদ্মনামে লিখে মোহাবিষ্ট করে রেখেছিলেন। বাংলা সাহিত্যের রহস্য গল্প ও উপন্যাসের ক্ষেত্রে তিনি উজ্জ্বল এক নাম।
(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )
news24bd.tv নাজিম