ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাত (২২) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সুরেরপাড় গ্রামের এক ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফুলবাড়িয়া থানার এসআই জ্যোতিষ চন্দ্র দেব বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার লক্ষ্মীপুর বাজার থেকে শিমুলতলী সড়কের সুরেরপাড় গ্রামের খলিফাবাড়ী সংলগ্ন একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা।
এ কর্মকর্তা আরও জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার মুখমণ্ডল বিকৃত হয়ে গিয়েছে। ওই ডোবায় লাশটি প্রায় সপ্তাহখানে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।
news24bd.tv তৌহিদ