সবে রানওয়ে ধরে এগুতে শুরু করেছে বিমান, গন্তব্য দিল্লি। কিন্তু হঠাৎই ঘটে গেলো বিপত্তি। সশব্দে ফেটে গেল বিমানের পিছনের একটি চাকা।
সঙ্গে সঙ্গে ইমার্নজেন্সি ব্রেক কষে বিমানটি ফিরিয়ে আনা হয়।
আজ সকালে কলকাতা বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন:
খালেদা জিয়ার বিদেশ যেতে হলে জেলে যেতে হবে: আইনমন্ত্রী
এরশাদ নিজেই জিয়াউর রহমানের বডি কেরি করেছেন: ফখরুল
বিমানে থাকা ২২৬ জন যাত্রী এবং একজন পাইলট ৮ কেবিন ক্রুকে বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। বিমানটিকে টার্মিনাল বিল্ডিংয়ের সামনে ফলো মি গাড়ির সাহায্যে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে বিমানটি মেরামতের কাজ চলছে। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা, নিউজ এইটটিন
news24bd.tv নাজিম