টেকনাফের সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত তিমি

টেকনাফের সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত তিমি

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফের শামলাপুর সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত তিমি। আজ শনিবার ভোররাতে মৃত তিমিটিকে সৈকতেই পুঁতে ফেলা হয়েছে।  

গত বুধবার ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মৎস্যঘাট ও মনখালি এলাকায় জোয়ারের পানিতে মৃত তিমিটি ভেসে আসে। দুদিন ধরে পড়েছিল তিমিটি।

তিমিটি লম্বায় ৩৩ ফুট, প্রস্থে সাড়ে ১০ ফুট। দুর্গন্ধ ছড়ানো তিমিটিকে ।

স্থানীয় এক জেলে বলেন, বুধবার রাতে তিমিটি ভেসে আসে। তখন এটির শরীর রক্তাক্ত ছিল।

ধারণা করা হচ্ছে, সাগরে জেলের জাল বা জাহাজের আঘাতে তিমিটির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, বিশাল আকৃতির তিমিটি সৈকতে পড়ে আছে। পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে ইউএনও পারভেজ চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিফাত বিন রহমান, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিনসহ বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আসেন।

আরও পড়ুন:


নাটোরে 'আগুন পানির ডাক্তার' গ্রেপ্তার

আধুনকিতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে কুপি বাতি

বন্ধুদের সাথে নৌ ভ্রমণে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু


NEWS24.TV / কামরুল