পুলিশ সদস্যের অবসরপ্রাপ্ত টাকা আত্মসাৎ, অতঃপর উদ্ধার...

পুলিশ সদস্যের অবসরপ্রাপ্ত টাকা আত্মসাৎ, অতঃপর উদ্ধার...

অনলাইন ডেস্ক

একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল কুড়িগ্রাম জেলা থেকে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে লিখেছেন- ‘আপনাদের একটু যত্নের কারণে আমার টাকাটা ফিরে পাচ্ছি। বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি এবং আমার স্ত্রী মনে প্রাণে আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবসময় ভাল থাকবেন।

একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের টাকা আত্মসাৎ করার ঘটনা ঘটেছিল। পরে বিষয়টি জেনে ওই টাকা উদ্ধারে হস্তক্ষেপ করে পুলিশ সদরদপ্তরের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং। যে কারণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।

আজ শনিবার (২৮ আগস্ট) পুলিশ সদরদপ্তরের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ের এআইজি সোহেল রানা এ তথ্য জানান।

তিনি জানান, মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌য়ের কাছে আসা একটি মেসে‌জের ভি‌ত্তি‌তে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয়।

উল্লিখিত পুলিশ সদস্য ২০১৭ খ্রি. অবসর গ্রহণ করেন। তিনি জানান, পেনশনসহ অবসরসূত্রে প্রাপ্ত তার যা কিছু সঞ্চয় প্রতারণামূলকভাবে এক ব্যক্তি আত্মসাৎ করেছে। এখন পরিবার নিয়ে তার পথে বসার উপক্রম হয়েছে। তিনি নানাজনের কাছে গিয়েছেন এবং নানাভাবে চেষ্টা করেছেন তার শেষ জীবনের সম্বল এই সঞ্চয়ের অর্থ ফিরে পেতে।  

আত্মসাৎকারী ব্যক্তি তার প্রভাব খাটিয়ে তাকে নানাভাবে হেনস্থা করেছেন এবং বারাবারি না করতে হুমকিও দিয়েছেন। এমন অবস্থায় তিনি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে বার্তা পাঠিয়ে সহযোগিতা চান। তবে, প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে তিনি এ বিষয়ে পারতপক্ষে কোনো আনুষ্ঠানিক মামলায় জড়াতে চান না বলে জানান।

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং অভিযুক্তের এলাকা বগুড়ার শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনকে বিষয়টি পাঠিয়ে নির্দেশনা দেয় যে- অভিযোগটি সঠিক হলে এ বিষয়ে ভুক্তভোগী পুলিশ সদস্যকে উপযুক্ত আইনি সহায়তা দিতে।  

ওসি শাহজাহানপুর এ বিষয়ে অভিযুক্তের এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও অভিযুক্তের অভিভাবকদেরকে সম্পৃক্ত করেন। এর ফলে, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। অভিযোগকারী পুলিশ সদস্য ইতোমধ্যেই তার সঞ্চিত অর্থের একাংশ বুঝে পেয়েছেন। অবশিষ্ট অংশ শীঘ্রই পরিশোধ করা হবে বলে তাকে জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি।

এআইজি সোহেল রানা জানান, টাকা-পয়সা, জমিজমাসহ দেওয়ানী বিষয়াদি আদালত কর্তৃক মীমাংসা যোগ্য। এ ক্ষেত্রে, পুলিশের করনীয় খুবই সীমিত। তবে, উল্লিখিত ঘটনায় সামাজিকভাবে বিষয়টির সমাধান হয়েছে। প্রে‌ক্ষিত ও প্রসঙ্গ বি‌বেচনায় পুলিশ এক্ষেত্রে বিষয়টি সংশ্লিষ্ট পক্ষসমূহের দৃষ্টিতে এনেছে মাত্র।

আরও পড়ুন:


টেকনাফের সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত তিমি

নাটোরে 'আগুন পানির ডাক্তার' গ্রেপ্তার

বন্ধুদের সাথে নৌ ভ্রমণে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু


NEWS24.TV / কামরুল