নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় আমেলা খাতুন (৭০) ও নূর জাহান (৬৫) নামের দুই বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার পিরোজপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনই কুমিল্লা সোনাকান্দা এলাকার বাসিন্দা।
কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
খালেদা জিয়ার বিদেশ যেতে হলে জেলে যেতে হবে: আইনমন্ত্রী
এরশাদ নিজেই জিয়াউর রহমানের বডি কেরি করেছেন: ফখরুল
তিনি বলেন, পিরোজপুর এলাকার শুকতারা পাম্পের সামনে দুই বৃদ্ধা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ওই দুই বৃদ্ধা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হাসান জানান, এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
news24bd.tv নাজিম