জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ (ভিডিও)

Other

এবার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী  ইলিশ। দেশের সবচেয়ে বড় মাছের মোকাম চট্টগ্রামের ফিশারিঘাটে বিভিন্ন আকারের ইলিশে ভরপুর। স্বস্তির হাসি জেলেদের। ইলিশের ভরা মৌসুমে দাম কিছুটা কমলেও এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়ায় হতাশ ক্রেতারা।

 

ইলিশের ভরা মৌসুমে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ইলিশের সমাহার। শত শত জেলে নেমে পড়েছে ইলিশ আহরণে। গত কয়েকদিন ধরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আর এগুলো আকারে বড়।

তাই রূপালি ইলিশের হাসি জেলেদের চোখেমুখে। দেশের সবচেয়ে বড় মাছের মোকাম চট্টগ্রামের ফিশারিঘাটেই বসছে ইলিশের হাট। বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকায় ইলিশ মাছের দামও কমেছে বললেন বিক্রেতারা।

তবে ক্রেতারা বলছেন এখনও ইলিশের দাম চড়া। আরো কমলে ইলিশের স্বাদ গ্রহণ করতে  সাহস করবে সাধারণ মানুষ।

 আরো বেশি ইলিশ পেলে দেশের মানুষের চাহিদা মিটিয়ে রপ্তানি দুয়ার খুলে দেয়ার আহ্বান চট্টগ্রামের মৎস্য আড়তদারদের।

জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন ,নিয়মনীতি মেনে আহরণ করলে আরো বাড়বে ইলিশ সহ সব ধরণের মাছ। বেশিমাত্রায় ইলিশ পেলে রপ্তানিও করা যাবে।

 ইলিশ ছাড়াও ধরা পড়ছে অন্যান্য সামুদ্রিক মাছ। উৎপাদন বাড়াতে অবৈধ ফিশিং ট্রলার এবং বিহিন্দি জাল বন্ধে কঠোর ব্যবস্থার দাবি মৎস্য সংশ্লিষ্টদের।

news24bd.tv/এমি-জান্নাত