চোখের জলে দেশত্যাগ করলেন আফগান পরিচালক

চোখের জলে দেশত্যাগ করলেন আফগান পরিচালক

অনলাইন ডেস্ক

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে আফগানিস্তান দখলে নিয়েছে তালেবানরা। নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে বিদেশি এবং অনেক আফগান নাগরিক দেশ ছেড়েছে এবং ছাড়ছে।  

একই কারণে চোখের জলে আফগানিস্তান ছাড়লেন পরিচালক রোয়া হায়দারি। তবে আবার ফেরার প্রত্যয় নিয়ে দেশ ছাড়েন এই নির্মাতা।


আরও পড়ুন:

কুরআন পাঠের সফটওয়্যার উদ্বোধন করল ইরান

প্রেমের টানে সীমান্ত পার, প্রেমিকাকে পাঠানো হলো ভারতে

নানা কৌশলে এটিএম বুথে টাকা চুরি

পেরুতে বাস খাদে : নিহত ১৬


রোয়া হায়দারি সিনেমা পরিচালনার পাশাপাশি বিভিন্ন ধরনের ফটোগ্রফিও করেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, কথা বলার অধিকার বজায় রাখতে আমাকে মাতৃভূমি ছাড়তে হচ্ছে। আবারও মার্তৃভূমি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। আবারো শূন্য থেকে শুরু।

নিজের মৃত আত্মা আর ক্যামেরাটা সঙ্গে নিয়ে সাগর পাড়ি দিচ্ছি। বুকে প্রবল কষ্ট নিয়ে বলছি, বিদায় জন্মভূমি। আবার দেখা হবে।

এবছরের ৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিয়েছে তালেবান।

news24bd.tv/এমি-জান্নাত