ঢামেক হাসপাতালে করোনা ইউনিটে এখন শয্যা ফাঁকা

ঢামেক হাসপাতালে করোনা ইউনিটে এখন শয্যা ফাঁকা

অনলাইন ডেস্ক

দেশে টানা কয়েক দিন করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। এতে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির চাপও কমছে। ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা রোগী ভর্তির চাপ কমায় প্রায় দেড়শ বেড ফাঁকা হয়েছে।

জুন ও জুলাই মাসে করোনা রোগীর চাপ বেড়ে যাওয়া সেখানে শয্যা সংখ্যা বাড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ শনিবার হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিটের নিচতলায় দেখা যায়, দুই মাস ২০ দিন আগেও করোনা রোগীদের চাপ বাড়ায় শয্যা পাওয়া কঠিন হয়ে পড়েছিলো। আজ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ১৬ জন করোনা রোগী ভর্তি করা হয়েছে। যেখানে ১৫ জুলাই ১০৭ জন ভর্তি করা হয়েছিল।

করোনা ইউনিট সূত্রে জানা যায়, কিছু দিনও আগেও করোনা রোগী ভর্তির যে চাপ ছিল, এখন কমেছে।

বর্তমানে নতুন ভবনে প্রায় ১৩০টি শয্যা খালি।

ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম জানান, হাসপাতালের নতুন ভবন ও সাবেক বার্ন ইউনিট এখন করোনা ইউনিট। গত দুই মাসের চেয়ে করোনা রোগী ভর্তির চাপ কমেছে।

news24bd.tv/এমি-জান্নাত