মন্দিরের প্রতিমা ভাংচুরে থানায় মামলা

মন্দিরের প্রতিমা ভাংচুরে থানায় মামলা

Other

পিরোজপুরের নেছারাবা উপজেলায় একটি মন্দিরের ৪টি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে শুক্রবার রাতে নেছারাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে উপজেলার কৈয়ারখাল গ্রামের একটি মন্দিরের শীতলা, কালী, মনসা ও ঠাকুরঝি প্রতিমা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। ভোরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে শুক্রবার রাতে স্থানীয় বিজিপভূষণ মিস্ত্রি নামের এক ব্যাক্তি বাদী হয়ে নেছারাবাদ থানায় মন্দির ভাংচুরের অভিযোগে অজ্ঞাত নামে মামলা দায়ের করেন।

নছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, ঘটনা স্থলপরিদর্শন করা হয়েছে। মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করে এর সাথে জড়িতদের চিহ্নি করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:


আম্পায়ার নাদির শাহ এখন ক্যান্সারের সঙ্গে লড়াই করছে!

হত্যার হুমকি দিয়ে কিশোরীকে ধর্ষণ করে আসছিল আপন চাচা!

শ্রীপুরে মধ্যরাতে পোশাক শ্রমিককে ডেকে নিয়ে গণধর্ষণ!

পুলিশ সদস্যের অবসরপ্রাপ্ত টাকা আত্মসাৎ, অতঃপর উদ্ধার...


NEWS24.TV / কামরুল