কাবুলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০০, আবারও হামলার শঙ্কা

কাবুলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০০, আবারও হামলার শঙ্কা

অনলাইন ডেস্ক

কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২শতে পৌঁছেছে।

আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সামরিক কর্মকর্তারা এরই মাঝে  তাকে এ বিষয়ে শতর্ক করেছে।

হামলার শঙ্কার মাঝেই যুক্তরাষ্ট্রের সেনারা কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছেন বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে।

এছাড়া বেসামরিক মানুষদের নিয়ে ব্রিটেন এবং ইতালির সর্বশেষ ফ্লাইট কাবুল ছেড়েছে। বিমানবন্দরে বিস্ফোরণের সঙ্গে জড়িত কিছু সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তালেবান।

এদিকে আফগানিস্তানে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আফগানিস্তানে ক্রমবর্ধমান খরা ৭০ লাখের বেশি মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলছে।

আরও পড়ুন


আমেরিকার ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র এখন তালেবানের হাতে

আবারো জয়ের ধারায় ফিরল রিয়াল

চকরিয়ায় যুবককে শুঁড়ে তুলে আছাড় দিল বন্যহাতি


এছাড়া কাবুলে হামলা চালানো আইএসকেতে সম্প্রতি নাম লিখিয়েছেন ১৪ জন ভারতীয় নাগরিক এমন তথ্য উঠে এসেছে ভারতীয় গনমাধ্যমে। হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, যোগ দেওয়া ওই ১৪ জন কেরালার বাসিন্দা।

news24bd.tv রিমু