আবারও কমছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সাড়ে ৮ হাজার মানুষ মারা গেছে। এ নিয়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ লাখের বেশি মানুষ।
করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, রবিবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৭ হাজার ৮৪০ জন।
আরও পড়ুন:
মাটির নিচে সাড়ে ৫ হাজার বছর আগের বাড়ির সন্ধান
আকর্ষনীয় বেতনে অ্যাকশনএইডে চাকরির সুযোগ
মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন সুজির চমচম
নমুনা সংগ্রহের খোঁজে পৃথিবীর সবচেয়ে উত্তরের দ্বীপ আবিষ্কার
আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৯ হাজার ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ১১ হাজার ২৮৯ জনের।
news24bd.tv/ নকিব