'আসন্ন অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনা থাকবে'

ফাইল ছবি

'আসন্ন অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনা থাকবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য কিছু প্রণোদনা থাকবে। দীর্ঘ মেয়াদী বিনিয়োগের উৎস হিসেবে উন্নয়নশীল পুঁজিবাজার তৈরি করতে এই উদ্যোগ নেয়া হচ্ছে। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনু্ষ্ঠানে তিনি একথা বলেন।

প্রতি জুন মাস আসার আগে দেশের পুঁজিবাজারে আশা নিরাশার এক দোলাচলের সৃষ্টি হয়। নতুন বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে কিছু থাকছে নাকি পুরানো কাহিনীগুলোই নতুন করে শোনাবেন অর্থমন্ত্রী- সে রকম প্রশ্নে কৌতূহল থাকেন বিনিয়োগকারীরা। এবারও একই ধরনের প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় তারা।

অবশ্য ২০১০ সালের ধসের পর পুঁজিবাজারে অনেক সংস্কার হয়েছে।

এগুলো বিভিন্ন সময়ে অর্থমন্ত্রী, বিএসইসির চেয়ারম্যানসহ নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলে আসছেন।


(নিউজ টোয়েন্টিফোর/আই)

সম্পর্কিত খবর