ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ‘বাইক হামলা’ চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টিএসসির দিকে এগোলে এ হামলা হয়।

হামলায় আহত অন্তত ১০ জন ছাত্রদলের নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন


নিজেকে দলে রেখে সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন সাকিব

বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর, পাত্র কলেজ জীবনের প্রেমিক!

৭ ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু


এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব জানান, ‘আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এসময় বিএনসিসির সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। ’

news24bd.tv এসএম