বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

Other

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বুড়িমারী জিরো পয়েন্টের বাঁধের মাথায় ও ভারতের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বুড়িমারী ইউনিয়নের বুলবুল হোসেনের ছেলে ইউনুস (৩৫) ও পাটগ্রামের সাগর (৩৪)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, নিহত বাংলাদেশি যুবকদের মরদেহ ভারতীয় অংশে পড়ে আছে।

তবে এ ব্যাপারে ৬১ বিজিবির কোন দায়িত্বশীল কর্মকতার বক্তব্য পাওয়া যায়নি।

news24bd.tv এসএম

আরও পড়ুন


পর্নোকাণ্ড: সেই নারী মডেলের জামা ছিঁড়ে দিল পুলিশ!

উত্তরা থেকে পল্লবী পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলছে মেট্রোরেল

সিঙ্গাপুর-ব্যাংককের আদলে সাজানো হবে কক্সবাজারকে: প্রধানমন্ত্রী

পরীমণিকে বারবার রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট