আফগানিস্তানে এক লোকসংগীত শিল্পীকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। ওই শিল্পীর নাম ফাওয়াদ আন্দারাবি। তিনি আন্দারাব উপত্যকার জনপ্রিয় লোকসংগীত শিল্পী ছিলেন।
শনিবার (২৮ আগস্ট) আন্দারাবের কৃষ্ণাবাদে তাকে হত্যা করা হয়।
দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দারাবি স্থানীয় একটি সংবাদমাধ্যমে ফাওয়াদ আন্দরাবিকে হত্যার দাবি করেছেন।
মাসুদ জানান, আফগানিস্তানের শিল্পীদের ওপর হামলা চালাচ্ছে তালেবানরা। বিশেষ করে আন্দারাব অঞ্চলে শিল্পীরা এই হামলার মুখে পড়ছেন।
আরও পড়ুন:
মুনিবুর বদলি হলেও যতদিন ইচ্ছে কর্মস্থলে থাকবেন: বরিশাল জেলা প্রশাসক
জরুরি অবতরণ করা বিমানের সেই ক্যাপ্টেন নওশাদ ‘ক্লিনিক্যালি ডেড’
ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০
আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সংগীতকে নিষিদ্ধ করে তালেবান। সংগঠনটির মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছিলেন, ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ সংগীত। তাই আফগানিস্তানীদের সংগীত থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
এর আগে আফগানিস্তানের কৌতুকশিল্পী নজর মোহম্মদকে হত্যা করেছিল তালেবানরা। ওই সময় যদিও হত্যার বিষয়টি অস্বীকার করে তারা।
news24bd.tv নাজিম