আয় কমেছে আওয়ামী লীগের। রোববার নির্বাচন কমিশনে আওয়ামী লীগ দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। আর এই হিসেবে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে আওয়ামী লীগের মোট আয় হয়েছে ১০ কোটি ৩৩ লাখ টাকা।
আর গত বছরের তুলনায় আয় কমেছে ১০ কোটি ৬৯ লাখ টাকা।
আয় কমার কারণ হিসেবে দলটি বলছে, ২০২০ সালে মনোনয়ন ফরম বিক্রি বাবদ আয় কম হয়েছে। তা ছাড়া ২০১৯ সালে দলের আয়ের অন্যতম খাত ছিল কাউন্সিল থেকে প্রাপ্ত আয়।
কিন্তু আয় কমলেও ২০২০ সালে আগের বছরের তুলনায় দলটির ব্যয় বেশি হয়েছে ১ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ২১ শতাংশ।
আরও পড়ুন:
নিজেকে দলে রেখে সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন সাকিব
চুল কেটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিলেন তরুণী
'আমি গরীব ঘরের সন্তান, আমাকে নিয়ে আর খেলবেন না', শ্যামলের অনুরোধ
রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো জুভেন্টাস
উল্লেখ্য, নির্বাচনী আইন অনুযায়ী প্রতিবছরের আয়–ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। আইন অনুযায়ী, ২০২০ সালের হিসাব ২০২১ সালে জুনের মধ্যে দেওয়ার কথা। তবে দলগুলো আবেদনের মাধ্যমে সময় বাড়িয়ে নেয়।
news24bd.tv/ নকিব