পটিয়ায় হুইপের রোষানলের শিকার দুই নেতাকে সংবর্ধনা

পটিয়ায় হুইপের রোষানলের শিকার দুই নেতাকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক

পটিয়ায় হুইপের রাজনৈতিক রোষানলের শিকার হয়ে মিথ্যা মামলায় জামিন পেয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সদস্য সাইফুল ইসলাম ও পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন ভোলা।

পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিন মঞ্জুর করার পর রোববার (২৯ আগস্ট) সকালে আদালত প্রাঙ্গণে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

মুজিব শতবর্ষ উপলক্ষে পটিয়ার হাইদগাঁও গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের জন্য নির্মাণ করা বসতঘরের ভেন্টিলেটর ভাঙচুর করার অভিযোগ এনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ঠিকাদার বাদী হয়ে সাইফুল ইসলাম ও সাইফুদ্দিন ভোলার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

সংবর্ধনা প্রদানকালে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দীন, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুজন বড়ুয়া, যুবনেতা হারুন, পটিয়া পৌরসভা যুবলীগের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, আবদুল আউয়াল, সৈয়দ নুর, মো. সোহেল মহিউদ্দিন, মমতাজ, ছোটন, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন রিফাত, মো. সাকিব হোসেন, মোহাম্মদ রুবেল, মো. সোহেল প্রমুখ।

আরও পড়ুন:


জরুরি অবতরণ করা বিমানের সেই ক্যাপ্টেন নওশাদ আর নেই

আজ রেইমসের মুখোমুখি পিএসজি, অভিষেকের অপেক্ষায় মেসি

বোনের বৌভাত অনুষ্ঠানে যাওয়ার পথে লাশ হলো ভাই

শবনম ফারিয়াকে বিয়ের প্রস্তাব ভক্তের, যা বললেন অভিনেত্রী


NEWS24.TV / কেআই