বয়স মাত্র ১৬ কিন্তু এরই মধ্যে পাবজি গেমের পেছণে মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা খরচ করেছে এক কিশোর। মায়ের অ্যাকাউন্ট থেকে কিশোরের মোটা অংকের টাকা খরচের বিষয়টি জানার পর মা-বাবা তাদের সন্তানকে শাসন করতে বকা দিয়েছিলেন। আর এ কারণে ওই কিশোর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।
ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের পশ্চিমের জোগেশ্বরী এলাকায়।
জানা গেছে, ওই কিশোর গত একমাস যাবত পাবজি গেমের নেশায় বুঁদ ছিল। গেম খেলতে খেলতে গেমের বিভিন্ন জিনিস (কস্টিউম, অন্য আইডি কেনা, UC ইত্যাদি) কেনার জন্যই মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করতে থাকে সে। এভাবে প্রায় ১০ লাখ টাকা খরচ করে। শেষ পর্যন্ত তার মা-বাবা বিষয়টি আঁচ করতে পারে। তারপরই ছেলেকে প্রচণ্ড গালমন্দ করেন। আর এ কারণেই কিশোর বাড়ি থেকে চলে যায়।
আরও পড়ুন:
মুনিবুর বদলি হলেও যতদিন ইচ্ছে কর্মস্থলে থাকবেন: বরিশাল জেলা প্রশাসক
জরুরি অবতরণ করা বিমানের সেই ক্যাপ্টেন নওশাদ ‘ক্লিনিক্যালি ডেড’
ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০
এ ঘটনায় ছেলেকে না পেয়ে কিশোরের বাবা দ্রুত এমআইডিসি থানায় অভিযোগ জানান। কিশোর নাবালক হওয়ায় পুলিশ অপহরণের মামলা নিয়ে কিশোরের খোঁজে নামে। বৃহস্পতিবার মুম্বাইয়ের আন্ধেরির মহাকালি কেভস এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে। তাকে কাউন্সিলিং করানোর পর বাড়ি পাঠানো হয়।
news24bd.tv/আলী