কক্সবাজারের রামুতে পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার জোয়ারিয়ানালার মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো- ইউনিয়নের পুর্বমুরা পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে জিয়া (৬) ও একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী ছুরুত আলমের ছেলে জনি (৫)।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন প্রিন্স জানান, শিশু দুটি খেলার ছলে পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়।
আরও পড়ুন:
মুনিবুর বদলি হলেও যতদিন ইচ্ছে কর্মস্থলে থাকবেন: বরিশাল জেলা প্রশাসক
জরুরি অবতরণ করা বিমানের সেই ক্যাপ্টেন নওশাদ ‘ক্লিনিক্যালি ডেড’
ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
news24bd.tv নাজিম