আফগান আইএস-এ যোগ দিলো ১৪ ভারতীয়

আফগান আইএস-এ যোগ দিলো ১৪ ভারতীয়

অনলাইন ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আফগান আইএস-এ যোগ দিয়েছে ১৪ ভারতীয়। কেরালার ১৪ বাসিন্দা গোষ্ঠীটির সঙ্গে যুক্ত হয়েছে। এমন প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, তারা দীর্ঘদিন বাগরাম কারাগারে বন্দি ছিলেন।

তালেবান বাগরাম দখল করে বন্দিদের মুক্তি দিলে বেরিয়ে আসে তারা।  

খবরে আরও বলা হয়েছে, ২৬ আগস্ট কাবুলের তুর্কমেনিস্তান দূতাবাসের সামনে বোমা রাখতে গিয়ে ধরা পড়ে দুই পাকিস্তানি। এ দুজনই আইএস-কের সদস্য। এদের সঙ্গে কেরালার আইএস-কে সদস্যদের যোগাযোগ ছিল।

 

আরও পড়ুন:


মুনিবুর বদলি হলেও যতদিন ইচ্ছে কর্মস্থলে থাকবেন: বরিশাল জেলা প্রশাসক

জরুরি অবতরণ করা বিমানের সেই ক্যাপ্টেন নওশাদ ‘ক্লিনিক্যালি ডেড’

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০


কাবুলের তুর্কমেনিস্তান দূতাবাসে বোমা রাখতে গিয়ে ধরা পড়া দুই পাক নাগরিক এবং কেরালার ওই ১৪ জনের যোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক