কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানের মা হওয়ার খবর প্রায় সবার জানা। গত বৃহস্পতিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই নায়িকা। মা এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
সন্তান জন্মের পর চিকিৎসকরা জানিয়েছিলেন, রোববারই বাসায় ফিরে যেতে পারবেন নুসরাত।
নুসরাতের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার রাজীব আগারওয়াল বলেছেন, মা-সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। কিন্তু যেহেতু নুসরাত একা হাতেই ছেলের দেখাশোনা করছেন, তাই তিনি আরও এক-দুদিন সময় চেয়েছেন। হাসপাতালে থেকে নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে বাচ্চা পালনের খুঁটিনাটি শিখে নিতে চান। আগামী মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন নুসরাত।
আরও পড়ুন:
বিয়ের জন্য ঘরে ঘরে মেয়ে খুঁজছে তালেবানরা : হলি ম্যাককে
পাতানো ফুটবল: ৪ জন আজীবন নিষিদ্ধ
চাচীকে বিয়ে করায় আ.লীগ নেতাকে বহিষ্কারের দাবি
নিজেকে দলে রেখে সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন সাকিব
news24bd.tv/এমি-জান্নাত