কুমিল্লার পুরোনো গোমতীনদী থেকে মো. অপু হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে চাঁনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
অপু হোসেন, কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, সকালে পুরোনো গোমতী নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে দেখেন এটি অপুর লাশ।
ওসি আনওয়ারুল আজিম জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে তিনি পানিতে ডুবে মারা গেছেন। তার পরনে থাকা জামার মধ্যে এক পুড়িয়া গাঁজা পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
news24bd.tv নাজিম