লোকটা একদম রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথা বলে। পরনে হাফ-শার্ট আর লুঙ্গি। রাজশাহী থেকে এসে বাপ-বেটা রিকশা চালায়।
গতকাল রাতে তার বাবা রিকশা চালানোর সময় বালুর ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে এখন পঙ্গু হাসপাতালে আছে।
ডাক্তার অপারেশনটা ফ্রি করে দিছে, কিন্তু ওষুধের জন্য টাকার প্রয়োজন। লোকটা নিজে রিকশা চালানো বাদ দিয়ে ওষুধের টাকা জোগাড় করতে বাসে উঠে সাহায্য চাচ্ছে।
শুনতে শুনতে মনে পড়লো ৫/৬ দিন আগেই আরেকটা বাসে এই লোকটাকে হুবহু একই কথা বলতে শুনেছিলাম। সেদিনও 'গতকাল' রাতেই তার বাবা অ্যাক্সিডেন্ট করছিলো...
লেখাটি সাংবাদিক নকিব হাসানের- এর ফেসবুক থেকে নেওয়া।
news24bd.tv নাজিম