যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা। ঘণ্টায় ১৫০ মাইল বেগে এটি উপকূলে আছড়ে পড়েছে। ইতিমধ্যে ক্ষয়ক্ষতি এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে।
এদিকে, ঘূর্ণিঝড় আইডার কারণে তিন লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড জানান, ১৮৫০ সালের পর উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ধরা হচ্ছে আইডাকে।
আরও পড়ুন
যে দুইটি দোয়ায় মৃত্যু যন্ত্রণা হালকা হয়
অভিষেকে জয় নিয়ে মাঠ ছাড়লেন মেসি
প্রতারণা এড়াতে তালেবানদের জন্য তৈরি হচ্ছে সামরিক ইউনিফর্ম
মাত্র 'এক' টাকা পারিশ্রমিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলেন আরেফিন শুভ
অন্যদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় আইডাকে খুবই বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। তিনি ওই অঞ্চলের লোকজনকে সাহায্য করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: বিবিসি, সিএনএন
news24bd.tv রিমু