কুষ্টিয়া পৌর এলাকার সড়ক বেহাল, জনভোগান্তির শিকার

কুষ্টিয়া পৌর এলাকার সড়ক বেহাল, জনভোগান্তির শিকার

Other

প্রথম শ্রেণির পৌরসভা কুষ্টিয়ায় সড়ক ব্যবস্থা নাজুক পর্যায়ে পৌঁছেছে। অধিকাংশ সড়কের উপরের পিচ উঠে গেছে। বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। চরম জনভোগান্তির শিকার নাগরিকরা বলছেন- সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।

হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন সড়ক। কয়েক বছর ধরে সড়কটি এমন বেহাল। পিচ উঠে গেছে, জায়গায় জায়গায় ছোট-বড় গর্ত। পৌর কর্তৃপক্ষ মাঝে-মধ্যে ইট-সুরকি ফেলে, কিন্তু ক’দিনেই আবার যা, তাই হয়ে যায়।

এটি পৌরসভা কার্যালয়ের কাছে ১ নং গলি, কুতুবউদ্দিন বাইলেন। নির্মান কাজের ট্রলি যেতে যেতে রাস্তা যেন কাদার ভাগাড়ে পরিণত হয়েছে।  

সুন্দর-পরিচ্ছন্ন শহরের তকমা লাগানো কুষ্টিয়া পৌর এলাকার বেশিরভাগ সড়কই এখন বেহাল। পৌর কর্তৃপক্ষ বলছে চলাচলের উপযোগী করার চেষ্টা চালানো হচ্ছে।  

আরও পড়ুন:


চীন থেকে দেশে এসেছে আরও ৩ লাখ ডোজ ভ্যাক্সিন

এবার কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু


NEWS24.TV / কামরুল