দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি

দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি

অনলাইন ডেস্ক

দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি এখন বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

পানিতে ডুবে গেছে জেলার চরাঞ্চলের হাজার হাজার বাড়িঘর।

সোমবার (৩০ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ড এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গে জেলার পদ্মার তীরে দেখা দিয়েছে নদী ভাঙন।

এরই মধ্যে রাজবাড়ী সদর, গোয়ালন্দের দৌলতদিয়া দেবগ্রাম ও কালুখালির রতনদিয়া ইউনিয়নে অর্ধ শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে।

এছাড়াও জেলার বিভিন্নস্থানে পানির তীব্র-স্রোতে ভাঙন আতংক দেখা দিয়েছে পদ্মা পাড়ের মানুষের মধ্যে।

এদিকে সোমবার (৩০ আগস্ট) সরকারি ছুটির দিনে ঢাকামুখি গাড়ির চাপ বেড়ে গেছে।

সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে যানজট সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কথা হয় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আব্দুল আহহাদের সঙ্গে।

তিনি জানান, দৌলতদিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এছাড়াও পানির তীব্র-স্রোতে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মাঝে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর