ঘূর্ণিঝড় আইডার আঘাতে ১০ লক্ষাধিক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় আইডার আঘাতে ১০ লক্ষাধিক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'আইডা'। এসময়ে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ২৪০ কিলোমিটার। এরই মধ্যে নিউ অরিলিন্স শহরের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরটিতে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয় নি তাদেরকে ইতোমধ্যেই নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

মেক্সিকো উপসাগর থেকে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি লুইজিয়ানায় আঘাত করে। ঝড়ে বাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় এরই মধ্যে একজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ঘূর্ণিঝড়টি প্রাণঘাতী হতে পারে। লুইজিয়ানায় দশ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

এটি ঠিক করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

রবিবার ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এটি এরপর দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ হারিকেনের রূপ ধারণ করেছে। কোন কোন স্থানে ১৬ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস আঘাত হেনেছে। এর ফলে উপকূলের নিম্নভূমি প্লাবিত হয়েছে।  

বিবিসি সংবাদদাতা নাডা তৌফিক বলছেন, নিউ অরলিন্স এখন একটা ভীতিকর শহরে পরিণত হয়েছে, চারিদিকে অন্ধকার। বিভিন্ন জায়গায় ধ্বংসস্তুপ পড়ে আছে, গাছপালা পড়ে আছে পথে ঘাটে। বেশিরভাগ মানুষ ঘরের ভেতর আশ্রয় নিয়েছে।

সূত্র: বিবিসি