চীনা অভিনেত্রীকে ৪০০ কোটি টাকা জরিমানা

চীনা অভিনেত্রীকে ৪০০ কোটি টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

চীনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ঝাং শুয়াংকে কর ফাঁকি দেওয়ার অপরাধে ৪৬.১ মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির আদালত। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯৪ কোটি টাকা।  

চীনা সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি চীনের সেলিব্রিটিদের ওপর নজরদারি জোরদার করেছে দেশেটির সরকার। তাদের আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার।

সে ভিত্তিতে সাংহাই মিউনিসিপাল ট্যাক্স সার্ভিসের তদন্তে অভিনেত্রী ঝাং শুয়াংয়ের ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত কর ফাঁকি এবং অঘোষিত আয়ের প্রমাণ মেলে। এদিকে ঝাং-এর অংশ নেওয়া সব অনুষ্ঠান সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন।

আরও পড়ুন:

আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি

ঘূর্ণিঝড় আইডার আঘাতে ১০ লক্ষাধিক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সাফিয়াত সোবহান সানবীর: উন্নততর ব্যবসা পদ্ধতিতে বিশ্বকে বদলে দেয়া এক নায়ক


শুধু ঝাং শুয়াং নয়; কর ফাঁকি বা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে যেসব তারকার বিরুদ্ধে, তাদের শুটিংয়ের অনুমতি দেওয়া হচ্ছে না এবং তাদের কাজগুলো অনলাইন প্ল্যাটফরম থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে।

ঝাং শুয়াং চীনের সিনেমা ও টেলিভিশনের শীর্ষস্থানীয় অভিনেত্রী। ২০১৬ সালে 'মেটিওর শাওয়ার' ছবিতে চু জুয়াং চরিত্রে অভিনয় করে ঝাং জিতে নেন সেরা অভিনেত্রীর পুরষ্কার।  

news24bd.tv/ নকিব