মডার্নার আরও ১০ লাখ ডোজ টিকা বাতিল করেছে জাপান

মডার্নার আরও ১০ লাখ ডোজ টিকা বাতিল করেছে জাপান

অনলাইন ডেস্ক

মডার্নার বাকি ১০ লাখ ডোজ টিকা ব্যবহার না করার ঘোষণা দিয়েছে জাপান। টিকায় ক্ষতিকর উপাদানের উপস্থিতি এবং টিকা নেয়ার পর দেশটিতে দুই ব্যক্তির মৃত্যুর পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক দিন পর চলতি মাসে ওই দুজন মারা যান।

এদিকে দেশটির সরকারি বিবৃতিতে জানানো হয়, কোনো নিরাপত্তা বা কার্যকারিতা সমস্যা চিহ্নিত করা হয়নি। স্থগিতাদেশ একটি সতর্কতা ছিল। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি

ঘূর্ণিঝড় আইডার আঘাতে ১০ লক্ষাধিক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সাফিয়াত সোবহান সানবীর: উন্নততর ব্যবসা পদ্ধতিতে বিশ্বকে বদলে দেয়া এক নায়ক


এর আগে টিকায় অন্য উপাদান পাওয়ার পর জাপান গত সপ্তাহে দেশজুড়ে ৮৬৩টি টিকাদানকেন্দ্রে পাঠানো মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয়।

অর্থাৎ, এই ১০ লাখ সহ দেশটি প্রায় ২৬ লাখ ডোজ মডার্নার টিকা ব্যবহার না করার ঘোষণা দিল।

news24bd.tv/ নকিব