জিয়ার ডেডবডি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যি: কৃষিমন্ত্রী

জিয়ার ডেডবডি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যি: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক

জিয়াউর রহমানের ডেডবডি নিয়ে কথা বলে প্রধানমন্ত্রীর শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করেননি। তিনি সত্য কথা বলেছেন  বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক।   

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত '১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে' এক শোক সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আবদুর রাজ্জাক বলেন, আপনারা অনেক মিথ্যাচার করেছেন।

১৯৭৫ সালের পরে আপনারা জয় বাংলা শ্লোগান দিতে বাধা দেওয়া থেকে শুরু করে পাকিস্তানি সেনাবাহিনীকে হানাদার বাহিনী বলা যাবে না সহ আরও নানাভাবে আমাদের অধিকারকে লুণ্ঠন করেছেন।


আরও পড়ুন

যে দুইটি দোয়ায় মৃত্যু যন্ত্রণা হালকা হয়

বিয়ের পিঁড়িতে পুরোহিত ও বরকে সজোরে চড় : ভাইরাল ভিডিও

প্রতারণা এড়াতে তালেবানদের জন্য তৈরি হচ্ছে সামরিক ইউনিফর্ম

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে


তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করেননি। তিনি সত্য কথা বলেছেন। তিনি বলেছেন, জিয়ার যে কফিন আনা হয়েছিল সেখানে কোনো ডেডবডি ছিল না।

আপনারা বললেই হয়, সেখানে ডেডবডি ছিল। এটা আপনারা প্রমাণ করেন। প্রমাণ করেন সেটি অন্য কাউকে বা সেনাবাহিনীকে দেখানো হয়েছিল। এটাতো শিষ্টাচারের কোনো বিষয় হলো না। আপনারা অনেক মিথ্যাচার করেছেন। এধরনের কথা আপনারা আরও অনেক বলেছেন।

news24bd.tv/এমি-জান্নাত