নাটোর সদরের বালিডাঙ্গা গ্রামে নদীর পানিতে ডুবে রিহাদ নামেএক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আল-আমিন হোসেনের ছেলে।
নিহত শিশুটির নানা মকবুল হোসেন জানান, সোমবার (৩০ আগস্ট) সকাল রিহানের মা রান্না করার সময় তার অগোচরে নদীতে পড়ে যায়।
অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি পরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়।
তেবারিয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে ,নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে জনি হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে সে মারা যায়। শিশু জনি উপজেলার জোনাইলের কুশমাইল গ্রামের এনায়েত হোসেনের একমাত্র সন্তান।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরও পড়ুন:
আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি
news24bd.tv তৌহিদ