আফগানিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে বলে জানিয়েছে তালেবান। কট্টরপন্থী এই ইসলামী গ্রুপ আরও জানিয়েছে আফগানিস্তান ছেড়ে কারোও পালানোর দরকার নেই।
এক বিবৃতিতে এ খবর জানিয়েছে তালেবান। এই বিবৃতিটিকে ছাপিয়ে আলোচনায় এসেছে এই বিবৃতি যখন পাঠ করা হয় সেই সময়ের একটি ছবি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা- এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
খবরে বলা হয়, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রিপোর্টার কিয়ান শরিফি ৪২ সেকেন্ডের এই ক্লিপটি শেয়ার করেছেন টুইটারে।
আরও পড়ুন:
জিয়ার লাশ চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়েছিল কে?
সীতাকুণ্ডের ৩ হাজার পরিবারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উপহার
এবার কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা
সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচার হবে জনতার আদালতে: ফখরুল
ইরানের সাংবাদিক মাসিহ অ্যালিনেজাদ দেখিয়েছেন একটি রাজনৈতিক টেলি বিতর্কসভায় তালিবানের আটজন সশস্ত্র যোদ্ধার সামনে একটি বিবৃতি পাঠ করা হচ্ছে।
news24bd.tv নাজিম